Azimpur Rd, Dhaka 1205, Bangladesh
আজিমপুর ছাপড়া মসজিদ is a Mosque located at Azimpur Rd, Dhaka 1205, Bangladesh. It has received 2311 reviews with an average rating of 4.4 stars.
Monday | Open 24 hours |
---|---|
Tuesday | Open 24 hours |
Wednesday | Open 24 hours |
Thursday | Open 24 hours |
Friday | Open 24 hours |
Saturday | Open 24 hours |
Sunday | Open 24 hours |
The address of আজিমপুর ছাপড়া মসজিদ: Azimpur Rd, Dhaka 1205, Bangladesh
আজিমপুর ছাপড়া মসজিদ has 4.4 stars from 2311 reviews
Mosque
"মাশাআল্লাহ অনেক সুন্দর মসজিদ। প্রতি মাসের প্রথম জুমা মুফতিয়ে আজম পাকিস্তানের প্রধান বিচারপতি মুফতি তাকি উসমানীর খলিফা মুফতি দেলোয়ার হোসাইন সাহেব পড়ান। জুমার পর ইসলাহী বয়ান হয়। জুমার তিলওয়াত মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর। যুবকদের জন্য অনেক দ্বীনি আলোচনা ও হক্কানী ওলামায়ে কেরাম এর সহবত সাহচর্য পাওয়ার ব্যবস্থা করে রেখেছে মসজিদ কমিটি যা সত্যিই অনেক মনোমুগ্ধকর ও প্রশংসার দাবিদার। আল্লাহ সবাইকে ইমানে আমলে বরকত দান করুক।"
"আকারে আর গঠনে পুরোনো আমলের অনেকটাই পরিবর্তন হয়ে গেছে ঐতিহ্য আর কালের সাক্ষী এই ছাপড়া মসজিদের অবয়ব । মসজিদের প্রধান প্রবেশপথের উপর ফারসি শিলালিপিতে লিখা বর্ণনা থেকে জানা যায়, জনৈক ফয়জুল্লাহ নামের এক ব্যাক্তি ১৭৪৬ খ্রিষ্টাব্দে এই মসজিদ নির্মান করেন । তবে নির্মাণকারী ব্যাক্তির সম্পর্কে বিস্তারিত জানতে চেস্টা করেও তেমন কোন তথ্য পাইনি আমি সম্ভব হলে কেও জানাবেন কি?"
"আজিমপুর ছাপরা মসজিদ পুরাতন ঢাকা নিউমার্কেট সাইটের একটি গুরুত্বপূর্ণ মসজিদ। এটি সরকারি কর্মচারী আবাসন এর দক্ষিণ পাশে অবস্থিত। আজিমপুর বাস স্ট্যান্ড থেকে ৪ মিনিট হাঁটার পথ দক্ষিনে মেটারনি মোর এবং আজিমপুর এতিমখানার গেট থেকে ৩মিনিট হাঁটা পথ উত্তরে মেটারনি মোর থেকে সাত মিনিট হাঁটা পথ পশ্চিমে এটি অবস্থিত।"
"আজিমপুর ছাপড়া মসজিদ এটিই কাঁচাবাজারে সামনে পড়ছে। এটির বয়স আনুমানিক ৬০।এটি এখন নতুনভাবে সংস্কার করা হয়েছে। যা আগের চেয়েও সুন্দর। এখানে আরেকটি বিষয় হচ্ছে এই প্রথম মসজিদটা বড়ো করে লেখা হয়েছে আজিমপুর ছাপড়া মসজিদ এটিই অনেক কাজে দেয় এই লেখাটি যদি পুরো বাংলাদেশে ছড়িয়ে দেয় তা অনেক উপকার হয়। যা বলার বাইরে"
"এখন আর ছাপড়া ঘরে এই মসজিদটি নেই। এখন ইট-পাথরের মসজিদ। শীতাতপ নিয়ন্ত্রিত। এ-র দুই পাশে রাস্তা। অন্য দুই পাশে ঘরবাড়ি, বসতি। খুবই ঘিনজি এলাকায় ঐ মসজিদটি। সরু রাস্তা। ধূলোময়লা। শব্দ, যানজট, কখনও জলজট। গরমে মসজিদের চারপাশে অস্থির পরিবেশ। মাইকে আযান হয়, দুই তিন অথবা চারতলার মসজিদ এটি।"
মাশাআল্লাহ অনেক সুন্দর মসজিদ। প্রতি মাসের প্রথম জুমা মুফতিয়ে আজম পাকিস্তানের প্রধান বিচারপতি মুফতি তাকি উসমানীর খলিফা মুফতি দেলোয়ার হোসাইন সাহেব পড়ান। জুমার পর ইসলাহী বয়ান হয়। জুমার তিলওয়াত মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর। যুবকদের জন্য অনেক দ্বীনি আলোচনা ও হক্কানী ওলামায়ে কেরাম এর সহবত সাহচর্য পাওয়ার ব্যবস্থা করে রেখেছে মসজিদ কমিটি যা সত্যিই অনেক মনোমুগ্ধকর ও প্রশংসার দাবিদার। আল্লাহ সবাইকে ইমানে আমলে বরকত দান করুক।
আকারে আর গঠনে পুরোনো আমলের অনেকটাই পরিবর্তন হয়ে গেছে ঐতিহ্য আর কালের সাক্ষী এই ছাপড়া মসজিদের অবয়ব । মসজিদের প্রধান প্রবেশপথের উপর ফারসি শিলালিপিতে লিখা বর্ণনা থেকে জানা যায়, জনৈক ফয়জুল্লাহ নামের এক ব্যাক্তি ১৭৪৬ খ্রিষ্টাব্দে এই মসজিদ নির্মান করেন । তবে নির্মাণকারী ব্যাক্তির সম্পর্কে বিস্তারিত জানতে চেস্টা করেও তেমন কোন তথ্য পাইনি আমি সম্ভব হলে কেও জানাবেন কি?
আজিমপুর ছাপরা মসজিদ পুরাতন ঢাকা নিউমার্কেট সাইটের একটি গুরুত্বপূর্ণ মসজিদ। এটি সরকারি কর্মচারী আবাসন এর দক্ষিণ পাশে অবস্থিত। আজিমপুর বাস স্ট্যান্ড থেকে ৪ মিনিট হাঁটার পথ দক্ষিনে মেটারনি মোর এবং আজিমপুর এতিমখানার গেট থেকে ৩মিনিট হাঁটা পথ উত্তরে মেটারনি মোর থেকে সাত মিনিট হাঁটা পথ পশ্চিমে এটি অবস্থিত।
আজিমপুর ছাপড়া মসজিদ এটিই কাঁচাবাজারে সামনে পড়ছে। এটির বয়স আনুমানিক ৬০।এটি এখন নতুনভাবে সংস্কার করা হয়েছে। যা আগের চেয়েও সুন্দর। এখানে আরেকটি বিষয় হচ্ছে এই প্রথম মসজিদটা বড়ো করে লেখা হয়েছে আজিমপুর ছাপড়া মসজিদ এটিই অনেক কাজে দেয় এই লেখাটি যদি পুরো বাংলাদেশে ছড়িয়ে দেয় তা অনেক উপকার হয়। যা বলার বাইরে
এখন আর ছাপড়া ঘরে এই মসজিদটি নেই। এখন ইট-পাথরের মসজিদ। শীতাতপ নিয়ন্ত্রিত। এ-র দুই পাশে রাস্তা। অন্য দুই পাশে ঘরবাড়ি, বসতি। খুবই ঘিনজি এলাকায় ঐ মসজিদটি। সরু রাস্তা। ধূলোময়লা। শব্দ, যানজট, কখনও জলজট। গরমে মসজিদের চারপাশে অস্থির পরিবেশ। মাইকে আযান হয়, দুই তিন অথবা চারতলার মসজিদ এটি।
আমি এই মসজিদটি চিনি।এই মসজিদটি আজিমপুরে অবস্থিত। আমি যখন এই রাস্তা দিয়ে চলাফেরা করি তখন এই মসজিদটি দেখতে পাই এই মসজিদটি দেখতে খুবই সুন্দর এবং সামাজিক পরিবেশের একটি অংশ। এই মসজিদটি একটি ঐতিহাসিক নিদর্শন হিসেবেও দেখা যায়। কারন এটি খুব আগে থেকে দেখে আসছি আমি।
ঢাকা শহরের আজিমপুর কবরস্থানের পাশে অবস্থিত। মসজিদটি জনৈক ফয়জুল্লাহ কর্তৃক ১৭৪৬ সালে নির্মিত হয়েছে। এটি একটি দ্বিতল ইমারত্ নীচের তলাটি ভল্টেট প্ল্যাটফর্ম। একক গম্বুজ এবং এর উভয় পার্শ্বে অর্ধগম্বুজ ভল্ট মসজিদটিকে অনন্যতা এনে দিয়েছে। খুব সুন্দর একটি মসজিদ।
মসজিদের শহর ঢাকা। এখানে আছে হাজার হাজার মসজিদ। এই মসজিদগুলোর একটা আজিমপুর ছাপড়া মসজিদ। মসজিদটির বর্তমার অবকাঠামো এক সময়ে ছিলনা। ছোট করে ছাপড়া দেয়া একটা মসজিদ ছিলো এটি। কিন্তু সময়ের সাথে সাথে মসজিদটি বড় হয়েছে, গড়ে উঠেছে বৃহৎ ভবন কিন্তু নামটা … আরও
এটি আজিমপুরে অবস্থিত। এই মসজিদটি বেশ প্রাচীন একটি মসজিদ। মসজিদের পাশে চা,কফির স্ট্রীট স্টল রয়েছে এবং মুড়িভর্তা, ফুসকার স্টল ও রয়েছে।এগুলো বেশ সহজলভ্য এবং খেতে ও সুস্বাদু। এজন্য অনেক লোকের আনাগোনায় ভরপুর থাকে এই ছাপড়া মসজিদ স্থানটি
খুবই পুরাতন এই মসজিদটি পূর্বে ছাপড়ার (গাছের পাতার দেয়াল ও ছাদ) ছিল। কিন্তু কালের বিবর্তনে পরিবর্তিত ও সংস্কার হতে হতে এটি এখন খুবই সুন্দর আর বিশাল এক মসজিদ। এর ভেতর নূরানি এবং হিফযুল কুরআন শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে।
Nice mosjid in azimpur area. It's locations is azimpur middle staff quarter beside. Environment so nice to say prayers. It's one of the historical mosjid in azimpur area. I like this mosjid. … আরও
এটি একটি পুরোনো মসজিদ। আজিমপুর কোয়ার্টার এর পাশে অবস্থিত। তিন তলা বিশিষ্ট এই মসজিদটি শীততাপ নিয়ন্ত্রিত। প্রতিদিন পাঁচবার এখানে মানুষের সমাগম হয়। তারা প্রার্থনা করে। রবের নিকট চায়।
এটি একটি হিস্টরিকাল ল্যান্ডমার্ক। অনেক আগেরকার মসজিদ এটি। বহুল পরিচিত। বাহিরের পরিবেশ স্বাভাবিক ভাবেই কোলাহলপূর্ণ (পুরাতন ঢাকার প্রবেশমুখে)। তবে ভেতরে সুসজ্জিত, কারুকার্য খচিত।
ঐতিহ্যবাহী ছাপড়া মসজিদ, আজিমপুর এলাকার অন্যতম বৃহৎ মসজিদ। 4 তলা বিশিষ্ট মসজিদের ১ম তলায় এসি আছে। সারাবছর নিয়মিত 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি, খতম তারাবী এবং ইদের নামাজ পড়ানো হয়।
জনবহুল এলাকা। সকল ধরনের কাঁচা বাজার বিশেষ করে মাছ ও মাংস পাওয়া যায়। রাস্তার ধার ঘেঁষে দোকান বসে। দরকষাকষি করতে হয়। মনা ভাই ও রানা ভাইয়ের চা ও কফি ভাল। বিভিন্ন ফলও পাওয়া যায়।
আজিমপুর এরিয়ার মধ্যে অন্যতম জনপ্রিয় জায়গা এটি। বেশির ভাগ ছাত্র-ছাত্রী এই এলাকায় থাকার কারনে তাদের নিত্যপ্রয়োজনীয় সবকিছুর কেন্দ্রস্হল হয়ে উঠেছে ছাপড়া মসজিদ।
এটি একটি বহুল পরিচিত আজিমপুর এলাকার মসজিদ এবং এই মসজিদ এর আসে পাশে অনেক বাজার আছে এবং অনেক লোকের বসবাস এবং একটি আজিমপুর পাশের কাছে খুবই পরিচিত একটি জায়গা
ঢাকার আজিমপুরে এই মসজিদটি অবস্থিত। আজিমপুরে বসবাস করার সুবাদে দীর্ঘদিন মসজিদটিতে সালাত আদায় করেছি। এলাকার অনেক বড়, প্রাচীন এবং নামকরা একটি মসজিদ।
আজিমপুর( রসুলবাগ ) এলাকার মসজিদগুলোর বিশেষত্ব হচ্ছে এগুলো মাজার কেন্দ্রিক। আজিমপুর জামে(ছাপড়া) মসজিদ মাজার বিহীন বিশালাকার মসজিদ।
আজিমপুর সরকারি কোলোনি (দক্ষিণ ) সংলগ্ন একটি মসজিদ। ছাপরা মসজিদ আজিমপুর এলাকার অনেক পুরাতন এবং পরিচিত একটি মসজিদ।
খুবই জনাকীর্ণ একটি জায়গা। রাস্তার দুই পাশে সব হকার বসে থাকে। নোংরাও বলা চলে। মূলত ছাপড়া মসজিদের জন্য বিখ্যাত।
ছাপরা মসজিদ স্কুল / সাফা মসজিদ স্কুল আজিমপুর, এটা কোথায়? কারো জানা থাকলে জানাবেন। ধন্যবাদ!!
খুবই ভালো এরিয়া। আপনার নিত্য প্রয়োজনীয় অনেক দ্রব্যই নিয়ে নিতে পারবেন এখানের বাজার থেকে।
বিশ তলা কলোনির ভেতর দিয়ে ঢুকেছিলাম। ছাপড়া মসজিদ পর্যন্ত যাইনি। তবে আশেপাশে ছিলাম।
এই মসজিদটি অনেক আগের সামনে একটা ছোটো খাটো বাজার বসে তাই যেতে হয় মাঝে মধ্যে।
মসজিদের পাশে খ্যাতা পুরি পাবেন খেতে আসার আগে আমাকে নক দিতে ভুলবেন না।
Azimpur Chapra Masjid A VERY FAMOUSE BUS TRANSPORT IN AZIMPUR AREA
কাচা বাজারের সাথেই মসজিদটি। এর নকশা দেখলেই চোখে প্রশান্তি মেলে
আজিমপুর কলোনীর পরেই ছাপড়া মসজিদ। মসজিদ বিল্ডিং টি সুন্দর।
Be careful about your shoe otherwise জুতা চোর নিয়ে যাবে।
আজিমপুর মেইন রোডে অবস্থিত Azimpur Chapra Masjid.
Azimpur chapra mashjid near azimpur graveyard.
মসজিদ এর সামনে জেম লেগে থাকে, দেখার কেউ নেই।
সুন্দর পরিবেশ তবে জুতাচোরের আনাগোনা বেশি
দুই এক সপ্তাহ পরপর যাওয়া হয় …
Onek sriti bijorito …
Onk manush namaz porte parbe
Ayesha Tumi sudhu amar …
Largest masjid in azimpur
অনেক সুন্দর একটি মসজিদ
Valo lage namaz porte
সুন্দর পরিবেশ ও জায়গা
Imam saheb khub valo
মোটামুটি ভাল
Khub vala
রানা