Chattogram, Bangladesh
জাম্বুরী পার্ক is a Park located at Chattogram, Bangladesh. It has received 4819 reviews with an average rating of 4.3 stars.
Monday | 5-9:30AM |
---|---|
Tuesday | 5-9:30AM |
Wednesday | 5-9:30AM |
Thursday | 5-9:30AM |
Friday | 5-9:30AM |
Saturday | 5-9:30AM |
Sunday | 5-9:30AM |
The address of জাম্বুরী পার্ক: Chattogram, Bangladesh
জাম্বুরী পার্ক has 4.3 stars from 4819 reviews
Park
"বর্তমানে চট্টগ্রামের সবচেয়ে আলোচিত নজরকাড়া জাম্বুরি পার্ক। নান্দনিক এই বিনোদন স্পটটি গত ৮ ই সেপ্টেম্বর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। পার্কে আসা দর্শনার্থীদের জন্য কোন প্রবেশ ফি নাই। হরেক রকমের বাতি দিয়ে সাজানো আঁধার ঘেরা জাম্বুরি মাঠে এখন সন্ধ্যার পর চলে আলো-আঁধারির মনোরম খেলা। বিশাল মাঠ জুড়ে পরিকল্পিতভাবে লাগানো হয়েছে হরেক রকম ফুল ও ফলের গাছ। মানসিক প্রশান্তির জন্য দীর্ঘ মনোরম লেক, লেকের মাঝে রয়েছে দৃষ্টিনন্দন ফোয়ারা। ক্লান্তি দূর করতে রয়েছে বসার বেঞ্চ ও গ্যালারি। সাড়ে আট একর আয়তনের জাম্বুরি মাঠটি এখন দেশের অন্যতম নান্দনিক পার্কে পরিণত হয়েছে। বিশাল পার্ক জুড়ে লাগানো হয়েছে সোনালু, শিউলি, নাগেশ্বর, টগর, হৈমন্তী, শিমুল, রাধাচূড়া, কাঠালি চাঁপা, বকুলসহ সিজন্যাল ফুলের গাছ। স্থাপত্য অধিদপ্তরের নকশা অনুযায়ী বিশাল এই পার্কের চারিদিকে সীমানা প্রাচীরেও রয়েছে নান্দনিকতার ছোঁয়া। পার্কের কারণে নগরীর সৌন্দর্য্য বৃদ্ধি পেলেও হারিয়ে যায় চট্টগ্রামের শিশু-কিশোরদের আরো একটি খেলার মাঠ৷ আউটার স্টেডিয়ামের পর এই মাঠ ছিল চট্টগ্রামের বিভিন্ন এলাকার ছেলেদের খেলাধুলার স্থান। চট্টগ্রামের বিভিন্ন সামাজিক সংগঠন, ছাত্র সংগঠন তাদের প্রতিবাদের মাধ্যমেও বাঁচাতে পারেনি চট্টগ্রামের প্রাণ জাম্বুরি মাঠকে৷ এই পার্কটি মূলত হাঁটার জন্য নির্মাণ করা হয়েছে। পার্কে এসে চট্টগ্রামের মানুষ কেবল মনোরম প্রকৃতি নয়, মানসিক প্রশান্তিও খুঁজে পাবে। আশেপাশের পরিবেশ নোংরা হবে বলে পার্কে ক্যাফেটেরিয়া কিংবা ফুড কোড থাকবে না। উদ্বোধনের কয়েকদিনের মাথায় দেখা যায় পার্কে ময়লা আবর্জনায় ভর্তি। অলিখিত সুইমিংপুলের পানিতে ময়লার স্তুপ। যেটা ৫ নং ছবিতে দেওয়া হয়েছে। কিভাবে যাবেনঃ ঢাকা থেকে চট্রগ্রাম জিইসি মোড় নেমে লোকাল বাসে আগ্রাবাদ বাদামতল মোড় নামবেন। সেখান থেকে হেটে বা রিকশাযোগে জাম্বুরী পার্ক। অথবা চট্টগ্রামের যে কোন জায়গা থেকে সিএনজি বা গাড়ি রিজার্ভ করে সরাসরি জাম্বুরি পার্কে আসা যাবে। টিপসঃ ১। নতুন পার্ক ও এন্ট্রি ফ্রি হওয়ায় ছুটির দিনে প্রচন্ড ভিড় থাকে। তাই ছুটির দিনগুলো এভয়েড করবেন। ২। রাতের আলোতে পার্কটি না দেখলে প্রকৃত সৌন্দর্য্য বুঝা যাবে না। তাই বিকেলে পার্কে যাওয়া উত্তম সময়। যেকোন ভ্রমণ স্পটে গিয়ে আশেপাশের পরিবেশ সুন্দর রাখুন। আর একজন ময়লা ফেলতেছে বলে তাকে অনুকরণ না করে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য সচেতন করুণ।"
"৮"
"জাম্বুরি পার্ক বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের একটি উন্মুক্ত উদ্যান। এটি আগ্রাবাদের এস এম মোরশেদ সড়কে অবস্থিত। ২০১৮ সালে ৮ দশমিক ৫৫ একর জমির ওপর উদ্যানটি প্রতিষ্ঠিত করা হয়। দীর্ঘ চক্রাকার হাটার পথ আর ৮ হাজার রানিং ফুটের উদ্যানটিতে রয়েছে প্রায় ৫০ হাজার বর্গফুটের জলাধার, যার কিনারায় রয়েছে বসবার জন্য তিনটি বড় গ্যালারি। জলাধারের পাশে রয়েছে দুইটি পাম্প হাউস। এছাড়াও রয়েছে সাড়ে পাঁচশ আলোক বাতির পাশাপাশি বর্ণিল ফোয়ারা। উদ্যানের চারপাশে চারটি স্থাপনার মধ্যে রয়েছে, দুইটি টয়লেট ব্লক, একটি গণপূর্ত রক্ষণাবেক্ষণ অফিস ও একটি বৈদ্যুতিক উপকেন্দ্র। প্রবেশের জন্য রয়েছে ৬টি ফটক। স্থাপত্য অধিদপ্তরের নকশায় উদ্যানটিতে রোপণ করা হয়েছে সোনালু, নাগেশ্বর, চাঁপা, রাধাচূড়া, বকুল, শিউলি, সাইকাস, টগর, জারুলসহ ৬৫ প্রজাতির ১০ হাজার গাছের চারা।"
"দীর্ঘ চক্রাকার হাটার পথ আর ৮ হাজার রানিং ফুটের উদ্যানটিতে রয়েছে প্রায় ৫০ হাজার বর্গফুটের জলাধার, যার কিনারায় রয়েছে বসবার জন্য তিনটি বড় গ্যালারি। জলাধারের পাশে রয়েছে দুইটি পাম্প হাউস। এছাড়াও রয়েছে সাড়ে পাঁচশ আলোক বাতির পাশাপাশি বর্ণিল ফোয়ারা। উদ্যানের চারপাশে চারটি স্থাপনার মধ্যে রয়েছে, দুইটি টয়লেট ব্লক, একটি গণপূর্ত রক্ষণাবেক্ষণ অফিস ও একটি বৈদ্যুতিক উপকেন্দ্র। প্রবেশের জন্য রয়েছে ৬টি ফটক।[১]স্থাপত্য অধিদপ্তরের নকশায় উদ্যানটিতে রোপণ করা হয়েছে সোনালু, নাগেশ্বর, চাঁপা, রাধাচূড়া, বকুল, শিউলি, সাইকাস, টগর, জারুলসহ ৬৫ প্রজাতির ১০ হাজার গাছের চারা। সূত্রঃ উইকিপিডিয়া"
"সাড়া ফেলেছে চট্টগ্রামের জাম্বুরি পার্ক! ৮ দশমিক ৫৫ একর জমির ওপর সাড়ে ১৮ কোটি টাকা ব্যয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে পার্কটি বাস্তবায়ন করেছে গণপূর্ত অধিদফতর। সুদীর্ঘ ওয়াকওয়ে আর কম্পাউন্ড রোড মিলে ৮ হাজার রানিং ফুটের পার্কটির মাঝে ৫০ হাজার বর্গফুটের জলাধার রাখা হয়েছে। জলাধারের কিনারায় বসার জন্য তিনটি বড় গ্যালারি রাখা হয়েছে। মাঠজুড়ে সাড়ে পাঁচশ লাইটের পাশাপাশি নজরকাড়া দুইটি বর্ণিল ফোয়ারা রয়েছে এ পার্কে। ফলে সন্ধ্যার পর আলো ঝলমলে হয়ে ওঠে পার্কটি।"
বর্তমানে চট্টগ্রামের সবচেয়ে আলোচিত নজরকাড়া জাম্বুরি পার্ক। নান্দনিক এই বিনোদন স্পটটি গত ৮ ই সেপ্টেম্বর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। পার্কে আসা দর্শনার্থীদের জন্য কোন প্রবেশ ফি নাই। হরেক রকমের বাতি দিয়ে সাজানো আঁধার ঘেরা জাম্বুরি মাঠে এখন সন্ধ্যার পর চলে আলো-আঁধারির মনোরম খেলা। বিশাল মাঠ জুড়ে পরিকল্পিতভাবে লাগানো হয়েছে হরেক রকম ফুল ও ফলের গাছ। মানসিক প্রশান্তির জন্য দীর্ঘ মনোরম লেক, লেকের মাঝে রয়েছে দৃষ্টিনন্দন ফোয়ারা। ক্লান্তি দূর করতে রয়েছে বসার বেঞ্চ ও গ্যালারি। সাড়ে আট একর আয়তনের জাম্বুরি মাঠটি এখন দেশের অন্যতম নান্দনিক পার্কে পরিণত হয়েছে। বিশাল পার্ক জুড়ে লাগানো হয়েছে সোনালু, শিউলি, নাগেশ্বর, টগর, হৈমন্তী, শিমুল, রাধাচূড়া, কাঠালি চাঁপা, বকুলসহ সিজন্যাল ফুলের গাছ। স্থাপত্য অধিদপ্তরের নকশা অনুযায়ী বিশাল এই পার্কের চারিদিকে সীমানা প্রাচীরেও রয়েছে নান্দনিকতার ছোঁয়া। পার্কের কারণে নগরীর সৌন্দর্য্য বৃদ্ধি পেলেও হারিয়ে যায় চট্টগ্রামের শিশু-কিশোরদের আরো একটি খেলার মাঠ৷ আউটার স্টেডিয়ামের পর এই মাঠ ছিল চট্টগ্রামের বিভিন্ন এলাকার ছেলেদের খেলাধুলার স্থান। চট্টগ্রামের বিভিন্ন সামাজিক সংগঠন, ছাত্র সংগঠন তাদের প্রতিবাদের মাধ্যমেও বাঁচাতে পারেনি চট্টগ্রামের প্রাণ জাম্বুরি মাঠকে৷ এই পার্কটি মূলত হাঁটার জন্য নির্মাণ করা হয়েছে। পার্কে এসে চট্টগ্রামের মানুষ কেবল মনোরম প্রকৃতি নয়, মানসিক প্রশান্তিও খুঁজে পাবে। আশেপাশের পরিবেশ নোংরা হবে বলে পার্কে ক্যাফেটেরিয়া কিংবা ফুড কোড থাকবে না। উদ্বোধনের কয়েকদিনের মাথায় দেখা যায় পার্কে ময়লা আবর্জনায় ভর্তি। অলিখিত সুইমিংপুলের পানিতে ময়লার স্তুপ। যেটা ৫ নং ছবিতে দেওয়া হয়েছে। কিভাবে যাবেনঃ ঢাকা থেকে চট্রগ্রাম জিইসি মোড় নেমে লোকাল বাসে আগ্রাবাদ বাদামতল মোড় নামবেন। সেখান থেকে হেটে বা রিকশাযোগে জাম্বুরী পার্ক। অথবা চট্টগ্রামের যে কোন জায়গা থেকে সিএনজি বা গাড়ি রিজার্ভ করে সরাসরি জাম্বুরি পার্কে আসা যাবে। টিপসঃ ১। নতুন পার্ক ও এন্ট্রি ফ্রি হওয়ায় ছুটির দিনে প্রচন্ড ভিড় থাকে। তাই ছুটির দিনগুলো এভয়েড করবেন। ২। রাতের আলোতে পার্কটি না দেখলে প্রকৃত সৌন্দর্য্য বুঝা যাবে না। তাই বিকেলে পার্কে যাওয়া উত্তম সময়। যেকোন ভ্রমণ স্পটে গিয়ে আশেপাশের পরিবেশ সুন্দর রাখুন। আর একজন ময়লা ফেলতেছে বলে তাকে অনুকরণ না করে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য সচেতন করুণ।
৮.৫৫ একর জায়গা নিয়ে পার্কটি বিস্তৃত। ৮ সেপ্টেম্বর ২০১৮ সালে পার্কটি সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। উদ্যানটিতে রয়েছে প্রায় ৫০ হাজার বর্গফুটের জলাধার, যার কিনারায় রয়েছে বসবার জন্য তিনটি বড় গ্যালারি। জলাধারের পাশে রয়েছে দুইটি পাম্প হাউস। এছাড়াও রয়েছে সাড়ে পাঁচশ আলোক বাতির পাশাপাশি বর্ণিল ফোয়ারা। উদ্যানের চারপাশে চারটি স্থাপনার মধ্যে রয়েছে, দুইটি টয়লেট ব্লক, একটি গণপূর্ত রক্ষণাবেক্ষণ অফিস ও একটি বৈদ্যুতিক উপকেন্দ্র। প্রবেশের জন্য রয়েছে ৬টি ফটক। স্থাপত্য অধিদপ্তরের নকশায় উদ্যানটিতে রোপণ করা হয়েছে সোনালু, নাগেশ্বর, চাঁপা, রাধাচূড়া, বকুল, শিউলি, সাইকাস, টগর, জারুলসহ ৬৫ প্রজাতির ১০ হাজার গাছের চারা। [তথ্য সূত্রঃ উইকিপিডিয়া] পরিবার, বন্ধু বান্ধব, নিজের রিফ্রেসমেন্ট এর জন্য খুবই ভাল জায়গাগা এটি। উল্লেখ্য পার্ক্টি রাত ৮ টায় বন্ধ করে দেয়া হয়
জাম্বুরি পার্ক বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের একটি উন্মুক্ত উদ্যান। এটি আগ্রাবাদের এস এম মোরশেদ সড়কে অবস্থিত। ২০১৮ সালে ৮ দশমিক ৫৫ একর জমির ওপর উদ্যানটি প্রতিষ্ঠিত করা হয়। দীর্ঘ চক্রাকার হাটার পথ আর ৮ হাজার রানিং ফুটের উদ্যানটিতে রয়েছে প্রায় ৫০ হাজার বর্গফুটের জলাধার, যার কিনারায় রয়েছে বসবার জন্য তিনটি বড় গ্যালারি। জলাধারের পাশে রয়েছে দুইটি পাম্প হাউস। এছাড়াও রয়েছে সাড়ে পাঁচশ আলোক বাতির পাশাপাশি বর্ণিল ফোয়ারা। উদ্যানের চারপাশে চারটি স্থাপনার মধ্যে রয়েছে, দুইটি টয়লেট ব্লক, একটি গণপূর্ত রক্ষণাবেক্ষণ অফিস ও একটি বৈদ্যুতিক উপকেন্দ্র। প্রবেশের জন্য রয়েছে ৬টি ফটক। স্থাপত্য অধিদপ্তরের নকশায় উদ্যানটিতে রোপণ করা হয়েছে সোনালু, নাগেশ্বর, চাঁপা, রাধাচূড়া, বকুল, শিউলি, সাইকাস, টগর, জারুলসহ ৬৫ প্রজাতির ১০ হাজার গাছের চারা।
দীর্ঘ চক্রাকার হাটার পথ আর ৮ হাজার রানিং ফুটের উদ্যানটিতে রয়েছে প্রায় ৫০ হাজার বর্গফুটের জলাধার, যার কিনারায় রয়েছে বসবার জন্য তিনটি বড় গ্যালারি। জলাধারের পাশে রয়েছে দুইটি পাম্প হাউস। এছাড়াও রয়েছে সাড়ে পাঁচশ আলোক বাতির পাশাপাশি বর্ণিল ফোয়ারা। উদ্যানের চারপাশে চারটি স্থাপনার মধ্যে রয়েছে, দুইটি টয়লেট ব্লক, একটি গণপূর্ত রক্ষণাবেক্ষণ অফিস ও একটি বৈদ্যুতিক উপকেন্দ্র। প্রবেশের জন্য রয়েছে ৬টি ফটক।[১]স্থাপত্য অধিদপ্তরের নকশায় উদ্যানটিতে রোপণ করা হয়েছে সোনালু, নাগেশ্বর, চাঁপা, রাধাচূড়া, বকুল, শিউলি, সাইকাস, টগর, জারুলসহ ৬৫ প্রজাতির ১০ হাজার গাছের চারা। সূত্রঃ উইকিপিডিয়া
সাড়া ফেলেছে চট্টগ্রামের জাম্বুরি পার্ক! ৮ দশমিক ৫৫ একর জমির ওপর সাড়ে ১৮ কোটি টাকা ব্যয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে পার্কটি বাস্তবায়ন করেছে গণপূর্ত অধিদফতর। সুদীর্ঘ ওয়াকওয়ে আর কম্পাউন্ড রোড মিলে ৮ হাজার রানিং ফুটের পার্কটির মাঝে ৫০ হাজার বর্গফুটের জলাধার রাখা হয়েছে। জলাধারের কিনারায় বসার জন্য তিনটি বড় গ্যালারি রাখা হয়েছে। মাঠজুড়ে সাড়ে পাঁচশ লাইটের পাশাপাশি নজরকাড়া দুইটি বর্ণিল ফোয়ারা রয়েছে এ পার্কে। ফলে সন্ধ্যার পর আলো ঝলমলে হয়ে ওঠে পার্কটি।
Read more. বিকালে প্রাতরাশের জন্যে বেশ ভাল। তবে সমস্যা হল, মানুষের একটু হাটাহাটি বা ঘুরাঘুরির জায়গা কমে যাওয়ায় এই শহরের বেশিরভাগ মানুষ এরকম স্থানে বেশ ভির জমিয়ে ফেলে। আবার কিছু বিপথগামী ছেলে মেয়ে এখানে এমনভাবে জড়াজড়ি করে বসে থাকে যা ছোট বাচ্চাদের সাথে নিয়ে আসা অভিভাবকদের জন্য বিব্রতকর। এসব বিষয়ে সকল ভিজিটর এবং কতৃপক্ষের মনযোগ দেয়া উচিত৷ বর্তমানে সকাল ৫ঃ০০ থেকে সকাল ৯ঃ৩০ এবং বিকাল ৪ঃ০০ থেকে রাত ৮ঃ০০ অব্দি পার্ক খোলা থাকে।
এক কথায় "অসাধারণ ", ধন্যবাদ চট্টগ্রামে এমন এমটি জায়গা স্থাপন করার জন্য। খুব দরকার ছিলো চট্টগ্রামবাসির জন্য। মনোরম পরিবেশ। অসাধারণ লাইটিং এবং ডিজাইন। রাতে এই জায়গার রুম হাজার গুনে বেড়ে যায়। সন্ধ্যার পর অনেক ভিড় থাকে এই সময় অনেক দর্শনার্থী থাকে। যারা বিকেলে দৌড়ান তাদের জন্য আদর্শ স্থান জাম্বুরি পার্ক। বাচ্চাদের নিয়ে আসতে পারেন সুন্দর পরিবেশ মন ভালো হতে বাধ্য। আশা করছি সব সময় পরিস্কার পরিছন্ন থাকবে। সবাইকে ধন্যবাদ
জাম্বুরি পার্কটিকে বর্তমানে আরো অনেক সুন্দর করে সাজানো হয়েছে। বর্তমানে অনেক ঘাস ও বিভিন্ন ধরনের ফুল ❀ ফলের গাছ লাগানো হয়েছে এবং মানুষের যাতায়াত না থাকায় সেই গাছগুলো বড় হয়েছে। এতে করে পার্কের সৌন্দর্য অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে যা উপভোগ করার মতো।বর্তমানে করোনা ভাইরাসের কারণে পার্কটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সবার জন্য আবার উন্মুক্ত করা হবে।ধন্যবাদ সবাইকে
চট্টগ্রামের নতুন বিনোদনের জায়গা এটি।অসাধারণ একটি জায়গা।অনেক বড় হওয়ায় অনেক মানুষের সমাগম হয়।প্রতিদিন অনেক মানুষ ঘুরতে যায়।জগিংয়ের জন্য উপযুক্ত। এটি বড়দের জন্য নিরাপদ। ছোট বাচ্চাদের সাবধানে রাখতে হবে।পানিতে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।পরিবার নিয়ে সময় কাটাতে পারেন বিকেল বেলা।এটি সবার জন্য উন্মুক্ত। কোন ধরনের এন্ট্রি ফি নেওয়া হয় না।বিশেষ কোন রোলস নেই।বিকাল ৫:৩০ থেকে,৯:৩০ এটি খোলা থাকে।
জাম্বুরি পার্ক এই এলাকায় একটি ভাল পার্ক। ডায়াবেটিস পার্ক নামেও এই পার্কটি সুপরিচিত। বাচ্চাদের খেলার জায়গা ছোট হলেও ছোট বড় সকলের হাটা চলার জন্য আদর্শ জায়গা আছে। Jamburi Park is a good park in this area. The park is also known as the Diabetes Park. Although the children's play area is small, there is an ideal place for everyone to walk, big or small.
প্রাতঃভ্রমণ এর জন্য জন্য চমৎকার একটি জায়গা, সকালবেলা অনেককেই গ্রুপ করে হাঁটাহাঁটি করে এবং একসাথে পিটি করে ব্যাপারটা দারুন, একা একা ব্যায়াম করা কিন্তু একসাথে করার মধ্য মজাও আছে সাথে ভালো উদ্যম পাওয়া যায়। আর ওয়াকিং লাইনের পাশে ফুলের বাগান এবং লেক এক্সট্রা রিফ্রেশমেন্ট রোগ করে। এবং এর গেটের বাইরে ডায়াবেটিস এবং প্রেসার মাপারও ব্যবস্থা আছে।
It was a sort of open field earlier, now it is designed as a park, which is quite good for walking in morning & evening. No food court inside or any shop, all are out of this. একসময়ের ফেলা রাখা মাঠটিকে বেশ সুন্দর করে সাজানো হয়েছে। সকালে ও সন্ধ্যায় হাটার জন্য উত্তম স্থান। পার্কের ভিতরে কোন খাবারে দোকান নেই, বাইরেই আছে। বেশ পরিস্কার পরিচ্ছন।
এটা অনেক সুন্দর একটা জায়গা যেখানে পরিবার নিয়ে অনায়সে আসা যায়। যত্রতত্র ময়লা না ফেলে ডাস্টবিনে ময়লা ফেলবেন। এটাতে কোন প্রবেশ টিকেটের প্রয়োজন হয়না। তাই সবাইকে নিয়ে আসতে পারেন। পবিএ মাহে রমজান উপলক্ষে পার্ক ভোর ৫ঃ৩০ মিঃ হইতে সকাল ৯ঃ০০ মিঃ পর্যন্ত এবং বিকেল ৩ঃ৩০ মিঃ থেকে বিকাল ৫ঃ৩০ মিঃ পর্যন্ত খোলা থাকবে। সবাইকে নিয়ে আসার আমন্ত্রণ রইল।।
খুবই সুন্দর সুসজ্জিত পার্ক। সন্ধ্যাবেলার আলোকসজ্জা নয়নাভিরাম দৃশ্যের অবতারণা করে। রাস্তাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন। মুক্ত বাতাসে হাঁটার জন্য খুবই উপযোগী জায়গা। শহরের কোলাহলমুক্ত পরিবেশ। সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো সবার জন্য উন্মুক্ত, এবং বিনা মূল্যে প্রবেশ। সহজে প্রবেশের জন্য বিভিন্ন প্রান্তে কয়েকটি ফটক রয়েছে।
এটা হলো জাম্বুরি পার্ক ঝর্ণা। এখানে সকাল থেকে শতশত মানুষের ভিড় থাকে। অনেক সুন্দর একটি পার্ক। এই সকালে অনেক মানুষ ব্যায়াম করার জন্য আসে। অনেক মানুষ ঘুরতে আসে। বিকাল হলে অনেকই পরিবার নিয়ে ঘুরতে আসে। পরিবার নিয়ে সময় পার করার জন্য এটা অনেক সুন্দর একটি জায়গা। বিশেষ করে ছুটির দিন গুলিতে হাজার হাজার মানুষের সমাগম ঘটে।
প্রথম কথা হল এখানে কোন। টিকিট কাটা লাগা না পুরোটাই ফ্রী। আপনি যা টক ঝাল মিষ্টি খাবেন সেটা আপনার বিশাল বড় এলাকা ঘুরতে আপনার খুব ভালো লাগবে।ঝর্ণা আছে দুই টা কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও আমি পাবলিক টয়লেট খুঁজে পেলাম না আশা করি কর্তৃপক্ষ পরবর্তীতে, এই বিষয়ে নজর দিবেন । এবং দর্শনার্থী জন্য খুব ভালো হবে।ধন্যবাদ।
অনেক সুন্দর একটি পার্ক। পার্কটি নতুন হইছে। এখন প্রবেশ করতে টাকা লাগেনা। এখানে সুন্দর কয়েকটি ঝর্ণা আছে। অনেক সাজানো গুছানো পরিবেশ। সেন্ট্রাল সাউন্ড সিস্টেম সহ কন্ট্রোল রুম আছে। যেকোনো বিষয়ে আপনার সমস্যা বা অভিযোগ জানাতে পারবেন। ৫/৬ টা প্রবেশ দরজা আছে, সবগুলি দরজা দিয়েই ঢোকা এবং বের হওয়া যায়।
আগ্রাবাদের মানুষদের চিত্তবিনোদনের আরেক নাম জাম্বুরি পার্ক।শিশুদের সন্ধ্যা বেলা একটু ঘুরতে যাওয়া, মানুষের গিয়ে একটু বিশ্রাম নেওয়া বা ব্যায়াম করা সবই সম্ভব হয়েছে এই পার্কের কল্যানে। যদিও বর্তমানে সেখানে অশ্লীলতা বৃদ্ধি পাচ্ছে দিন দিন।এই ক্ষেত্রে কতৃপক্ষের আরও সচেতন হওয়া উচিত।
বিনামূল্যে ঘুরার জন্য উপযুক্ত একটি পার্ক। অনেক বড় এটি। প্রায় অনেক মানুষ এই পার্কে আসেন নিজের সময় কাটাতে। কেউ আসেন ব্যায়াম করতে কেউবা প্রিয়জনের সাথে ঘুরতে। পার্কে পরিবেশ ভালো আছে। পার্কে ৬ টি গেট আছে। পার্কের ভিতরে হকার ভিক্ষুক প্রবেশ করা নিষেধ।
এক সময়কার জাম্বুরি মাঠ, উন্নয়ন / আধুনিকতার ছোঁয়া পেয়ে বর্তমানে জাম্বুরি পার্ক হিসেবে সুপরিচিত। সকালের কিছু সময় ও বিকেল থেকে রাত পর্যন্ত শহরবাসীদের একটু খোলামেলা বসা বা আড্ডা দেওয়া অথবা হাটাহাটি করার জন্য দারুণ একটা রিক্রিয়েশন প্লেস...
পরিবার নিয়ে ঘুরার মত খুব সুন্দর একটি পার্ক। শুক্র শনি বার লোকজনের ভিড় বেশি থাকে। আগ্রাবাদের মধ্যে বিকালে সময় কাটানোর জন্য দারুণ পছন্দের। সকালে ব্যায়াম করার জন্য চমৎকার আবহাওয়া। দলগত ভাবে এক্সারসাইজ করা যায়। ধন্যবাদ গণপূর্ত বিভাগকে।
চট্টগ্রাম নগরীতে সুন্দর একটি যায়গা, পরিবেশ মনোরম। এটা গণপূর্ত অধিদপ্তরে পরিচালিত, এখানের নিয়মশৃঙ্খলা ভালো, প্রবেশের টিকেট ফ্রি, বিতরের হকারের কোন ঝামেলা নাই, সকাল বিকাল ব্যায়াম করার জন্য আলাদা সময় নির্ধারণ আছে। নিরাপত্তা অনেক ভালো।
concrete er jungle a just ektu nisshas newar jaiga. authority'r uchit place tar clean rakhar bepare aro careful howa. visitors ra badam kheye khosa fele chole jai, pack er foods and drinks kheye packet and bottles rekhe chole jai
আমি মনে করি চট্টগ্রাম বিভাগের জন্য বিশেষ করে সিটি কর্পোরেশন এরিয়ার মধ্যে এটি একটি উপযোগী ঘোরার জায়গা এক্সারসাইজের জায়গা এবং একটি নিরিবিলি সুন্দর পরিবেশে নিঃশ্বাস নেওয়ার মতো জায়গা যা অন্যান্য পর্যটন সাইট থেকে ভালো মনে হচ্ছে
জাম্বুরী পার্ক Jamburi Park চট্টগ্রামের অনেক সুন্দর একটি পার্ক। চট্টগ্রামের অন্যান্য পার্ক হতে এটি যথেষ্ট সুন্দর। পরিবেশও মনোরম। রাতে ঝর্ণা চালু করে। দেখতে ভালোই লাগে। ইচ্ছে হলে অলস বিকেল পর করে আসতে পারেন। ধন্যবাদ।
অবসর সময় কাটানোর জন্য ভালো জায়গা। সন্ধ্যার পরে লাইটিং করলে জায়গাটা সুন্দর লাগে। প্রতিদিন অনেক জনসমাগম হয়। Nice place beside City. I really like this. This is open for all. No ticketing system here.
আগ্রাবাদ এরিয়ার একমাত্র পাবলিক পার্ক৷ অনেক রকমের গাছগাছালি আছে ৷ বসার জায়গাও আছে অনেক৷ পরিবেশচা বেশ ভাল৷ তবে ইদানীং টিককারদের জন্য মানুষজন অনেক বিব্রতকর পরিস্থিতিতে পড়ে৷ এসব নজরে আনা উচিত কতৃপক্ষের৷
জাম্বুরি পার্ক বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের একটি উন্মুক্ত উদ্যান। এটি আগ্রাবাদের এস এম মোরশেদ সড়কে অবস্থিত। ২০১৮ সালে ৮ দশমিক ৫৫ একর জমির ওপর উদ্যানটি প্রতিষ্ঠা করা হয়।
দারুন জায়গা ঘোরার জন্য। পার্ক্টি খুভ পরিস্কার। বসার জায়গাও পরিচ্ছন্ন। অনেকগুলো গেইট থাকায় মেইন গেটে ঢোকার সময় ভীড় নাই। মোট্র সাইকেল রাখার জন্য ভালো ব্যবস্থা আছে। কোন টিকেট লাগে না।
পরিবার নিয়ে সময় কাটানোর জন্য সুন্দর একটা জায়গা, রাতের বেলা জলের ফোয়ারা গুলো দেখতে খুব সুন্দর লাগে, তবে রাতে আরো লাইটের ব্যবস্থা করলে দেখতে আরো ভালো লাগবে এবং নিরাপদ মনে হবে।
সুন্দর জায়গা সকালে বিকালে হাটাহাটি করার জন্য বসে থাকার জন্য অনেক গাছ-গাছালি আছে কিন্তু কোনো ফলের গাছ নাই এইটাই দুঃক্ষ পরিবার পরজন নিয়ে বেরাতে যাওয়ার মত ভালো একটা জায়গা
সুন্দর একটা শান্তিময় জায়গা কৌহাল ছারা এচটা সুন্দর জায়গা সুন্দর একটা নকশা করছে পার্ককের আমি আসলেই মুগ্ধ । সব চেয়ে বড় কথা এটা পুরো টা free কোনো টিকেট নাই !!!
সবার জন্য উন্মুক্ত, খুবই সুন্দর জায়গায় ছিলো। কিন্তু ইদানিং বর্তমান এ এখানের পরিবেশ খুবই বাজে, অনৈতিক কাজ হয়ে থাকে। যার ফলে পরিবার নিয়ে আসা খুবই অরুচিপূর্ণ।
চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত একটি পার্ক, হাঁটার জন্য, এই জায়গাটি দুর্দান্ত A park located in Agrabad, Chittagong, For walking, this place is great
ছুটির দিন এ জাম্বুরি পার্ক এ না যাওয়াই ভালো কারণ ওই দিন প্রচুর ভিড় থাকে। আপনি আসল ফিল নিতে পারবেন না। তাই চেষ্টা করবেন ছুটির দিন ছাড়া যাওয়ার।
অসাধারণ পার্ক। যারা শহরের যান্ত্রিক জীবন ছেড়ে একটু ঘোরাফেরা করতে চায় তাদের জন্য বেষ্ট চয়েজ। Speacially মাগরিবের পর অসাধারণ দৃশ্য যা মনকে চুয়ে যাই
Bikale adda diyar jonno kub balo jaiga kintu Sondar pore aikane Aktu couple ra karap kore fale jaiga ta bikale family niye gure aste paren
জাম্বুরী পার্ক চট্টগ্রামের পার্ক গুলোর মধ্যে সেরা। এইখানে বিকেল বেলা পরিবার নিয়ে ঘুরা যায়। এইটি অন্যান্য পার্ক থেকে আকারে অনেক বড়।
চট্টগ্রামে শহরে ফ্রিতে বসে মন ভালো করার মত একটি জায়গা, তবে সন্ধায় মশা নিধনে যদি একটু উদ্দ্যেগ নিতো তাহলে পর্যটক রা বসে শান্তি পেতো
শহুরে জীবনের একগুঁয়েমি কাটাতে & একটি রিফ্রেশমেন্ট পেতে ঘুরে আসতে পারেন এই পার্ক থেকে,আগ্রাবাদ জাম্বুরি পার্ক, ভালো লাগবে আশা করি
সব সময় কোলাহল পূর্ণ থাকে, মাঝে মাঝে লোকজনের অবহেলায় নোংরা হয়ে গেলেও, মানসিক শান্তির উদ্দেশ্যে খুবই ভালো একটা জায়গা, এই পার্ক।
সূর্যোদয় বা সূর্যাস্তের মায়াময় পরিবেশ উপভোগ করার খুব ভাল একটি জায়গা...যদিও ইদানীংকালে লোকের ভিড় একটু বেশি হয়ে গিয়েছে...
Bosirshar majar er age 3rastar mor sei khane akta hotel ase by by hotel tar samne hatlei akto samne amder basa
মনোরম পরিবেশে পরিবার নিয়ে ঘুরতে যেতে চাইলে আসতে পারেন। কোনো টিকেট লাগে না এবং নিরাপত্তার দিক থেকে খুবই উন্নত।
নগর জীবনের বিনোদন ও প্রশান্তি উপভোগ করার সুন্দর স্থান। এছাড়া সকাল ও বিকেলে অবসরে সময় কাটানোর সুন্দর আয়োজন
পরিচ্ছন্ন, সুন্দর এবং কোলাহল মুক্ত বলা যায় এক কথায়। চট্টগ্রাম এর মাঝে সব চেয়ে সুন্দর পার্ক।
পরিস্কার পরিচ্ছন্ন, তবে কোন ওয়াশ রুম নেই, এত বড় পার্ক তাতে ওয়াশ রুম নেই এটা অগ্রহনযোগ্য।
সকালে,বিকালে হাটা,দৌড়ানোর জন্য দারন জায়গা,পরিবার নিয়েও বিকালের সময়টা আড্ডা মাতাতে পারেন
ভিতরে গুরে গুরে দায়িত্বরতদের চেক করা প্রয়োজন। কারণ কাপল জুটি ওখানে জড়াজড়ি করে।
Rat 8tar por park off thake, kew early jaben.. 8tar age ber hoye jete hobe
আমি প্রতিদিন জাম্বুরী পার্কের পাশ দিয়েই যাওয়া আসা করি। …
অনেক সুন্দর একটা জায়গা। পরিবার নিয়ে উপভোগ করার মতো একটা পাক্
শহরের মধ্যে নিঃশ্বাস ফেলার মত সুন্দর একটি জায়গা
আমি আমার পরিবার সহ পরিদর্শন করেচি ভালো লাগলো।
AGRABAD jamburi park. Chottogram (Shaif Siam)
অনেক সুন্দর একটি জায়গা, ভালো পরিবেশ মনে হলো।
ভালো তবে ইদানীং বাজে ছেলেদের ভিষণ আড্ডা
সুন্দর একটি বসার জায়গা 'দারুন,
valo kora casta korte ci
মনোরম সুন্দর। আবার আসবো
Khob valo akta jayga.
2041 reviews
15, Naval Academy Road, Beside Airport, Patenga, Chattogram 4204, Bangladesh
1226 reviews
JM3G+6XW, সীতাকুন্ড ইকো পার্ক ও বোটানিকাল গারডেন রোড, সীতাকুণ্ড, বাংলাদেশ
660 reviews
Karnaphuli Mariners Park, মেরিনার্স ড্রাইভ সড়ক, চট্টগ্রাম, বাংলাদেশ